Skip to main content

Featured Post

Joining Confirmation Letter.

  Joining Confirmation Letter. Date: 00/00/0000 To The Director-HR Name of Organization Subject: Joining Confirmation Letter.   Dear Sir/Madam,   I am pleased to inform you that I have officially joined [name of organization] as a [name of position] in the [name of office], under the [name of the program], effective today, 00/00/0000. I am truly grateful for this opportunity to be part of such a prestigious organization and am excited about the potential for a rewarding career with [name of organization]. I look forward to your support and guidance as I navigate the onboarding process and induction. Kindly acknowledge the receipt of this joining letter at your earliest convenience.   Yours sincerely, [Your Name] View Synonyms and Definitions

Love Letter-4

২২ মে ২০০১

ঢাকা

কঙ্কাবতী

আজ সকালে ঢাকায় এসেছি। গতকাল সারাদিন সিলেটের কিছু জায়গা চষে বেড়িয়েছি, চা বাগান, হযরত শাহ জালাল (রহ:) এর মাজার, পর্যটন মোটেল, এয়ারপোর্ট প্রভৃতি।

চা বাগান-সারা সিলেট যেহেতু ছোট বড় পাহাড় ও টিলায় পরিপূর্ণ তেমনি গড়ে উঠেছে সুন্দর মনকাড়া অসংখ্য চা বাগান। চা বাগানের ভিতরে গিয়েছিলাম , কঁচি নরম চা পাতা আমাকে স্বগত জানালো, সুন্দর এসব জায়গা না দেখলে বোঝা যায় না কতটা ভাললাগা ছুঁয়ে যায় মনে। টীলার উপর থেকে ঢালুর দিকে চা বাগানগুলো সাজানো। তোমার জন্য চা পাতা পাঠালাম।

হযরত শাহ জালাল (রহ:) মাজার শহরের মধ্যে। তোমাকে আগের চিছিতে বলেছিলাম আউলিয়াদের সম্পর্কে বলবো। সংক্ষিপ্ত ইতিহাস এ রকম: হযরত শাহ জালাল (রহ:) ৬৭১খ্রিঃ ইয়েমেনে জন্মগ্রহন করেন এবং তিন বছর বয়সের মধ্যে পিতা-মাতাকে হারান। পরতর্তীতে নানা ও মামার সাহচার্যে বেড়ে্ উঠেন শিক্ষা লাভ করেন ইসলাম ধর্ম ও মারফত। পরিনত বয়সে তিনি সিলেটে আসেন এবং ইসলাম ধর্ম প্রচার শরু করেন এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের মাটিতে। ধর্ম প্রচার সংক্রান্ত অনেক আধ্যাত্বিক ঘটনার বিবরণ পাওয়া যায় বিচ্ছিন্নভাবে সেবিষয়ে তোমাকে পরে বলবো আরেকদিন।

শহর থেকে কয়েক কিঃমিঃ দূরে পর্যটন মোটেল। টিলার উপর এ মোটেল পর্যটকদের সব চাহিদা পুরন করে। একটু ঘুরে উপরে উঠলে মন ছুঁয়ে যায় কেননা দৃষ্টি সীমার পুরোটাই পাহাড় আর টিলা। টিলার মাঝে সরু পথ বেয়ে ছোট ছোট কিছু বাড়ি দেখা যায়। পাহাড়ী এ সব অসমতল পথ শুধুই উৎকন্ঠা বাড়ায়। তোমাকে অনুভব করেছি খুব। তোমাকে বেড়াতে নিয়ে যাব, নিশ্চয় কোন এক সময়। তুমি ছাড়া এ ভ্রমন শুন্য শুন্য লেগেছে তাই পূর্ণতার জন্য তেমাকে চাই।

আমার সমস্ত ভাললাগা তোমাকে উৎসর্গ করলাম। ভালবাসা আর ভালবাসায় পূর্ণ হোক তোমার আগামী দিনগুলি। তুমি ভাল থেকো। আমি স্বস্থিতে আছি।

তোমার

ডালিমকুমার

পুনশ্চঃ আমি আরো কিছুদিন ঢাকায় থাকতে পারি, সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন  করতে চাচ্ছি। বাকীটা এখন জানি না। এরপর তোমাকে আর লিখছি না। জুনের প্রথমে আসছি তবে, অল্প ক’দিনের জন্য মাত্র ।

 


22 May 2001

Dhaka

 

Dear Kankavati

I came to Dhaka this morning. Yesterday I visited some places of Sylhet, tea garden, shrine of Hazrat Shah Jalal (RA), tourist motel, airport etc.

Tea Gardens - As the whole of Sylhet is full of small hills and hills, many beautiful tea gardens have been developed. I went inside the tea garden, soft and newborn tea leaves told me welcome, without seeing these beautiful places, you can't understand how much love touches your heart. The tea gardens are arranged on the slope from the top of the hill. I sent tea leaves for you.

Hazrat Shah Jalal (RA) within the city of Mazar. I told you in the previous letter that I will tell you about the Auliyas. A brief history is as follows: Hazrat Shah Jalal (RA) was born in Yemen in 671 AD and lost his parents at the age of three. Later, he grew up in the company of his grandfather and uncle and received his education in Islam. At an advanced age he came to Sylhet and started preaching Islam and breathed his last on the soil of Sylhet. Many of the spiritual events related to evangelism are described separately, but I will tell you about that another day.

A few KMs away from the city are tourist motels. This hilltop motel caters to all the needs of tourists. If you go up a bit, the mind will be touched because the whole range of sight is hills and hills. Some small houses can be seen along the narrow path between the hills. The unevenness of this hilly route adds to the anxiety. I felt you so much. Someday I'll take you for a tour. This journey feels empty without you, so I want you to be complete. I dedicate all my love to you. May your coming days be filled with love and affection? You stay well I am fine.

Yours

Dalimkumar

P.S. I may stay in Dhaka for some more time, want to change the decision a bit. I don't know the rest. I am not writing to you after that. I am coming at the beginning of June, but only for a few days.

Comments

Popular posts from this blog

বাংলাদেশ পুণঃগঠনে প্রস্তাবনাঃ ০৫ আগষ্ট ২০২৪

  বাংলাদেশ পুণঃগঠনে প্রস্তাবনাঃ ০৫ আগষ্ট ২০২৪ 1    স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা 2.       ঋণখেলাপীদের সকলপ্রকার দায়মুক্তির অবৈধ সুযোগ বন্ধ ও সমুদয় অর্থ পরিশোধে আইনি বিধান প্রয়োগ করা , প্রয়োজনে সম্পদ বাজেয়াপ্ত করা। 3.      ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করা 4.      আইন করে র ‌ ্যাগিং বন্ধ করা 5.      জাতীয় শিক্ষানীতি পরিবর্তন করা 6.      টাকা পাঁচার বন্ধে কায্কর পদক্ষেপ গ্রহন করা 7.       পাচারকৃত কালো টাকা দেশে ফেরত আনার ব্যবস্থা করা 8.      দূর্ণীতি বন্ধে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা 9.      দূর্ণীতি , ঘুষ , চাঁদাবাজী , টেন্ডারবাজী   বন্ধ করা 10.   অর্থনীতি পুণঃগঠণে দেশীয় শিল্পকে প্রাধন্য দেয়া 11.   নতজানু বৈদেশিক নীতির পরিবর্তন করা 12.   আমলা নির্ভরশীলতা কমানো 13. ব্যক্তিগত আয়ের হিসাব প্রতিবছর রাষ্ট্...

Joining Confirmation Letter.

  Joining Confirmation Letter. Date: 00/00/0000 To The Director-HR Name of Organization Subject: Joining Confirmation Letter.   Dear Sir/Madam,   I am pleased to inform you that I have officially joined [name of organization] as a [name of position] in the [name of office], under the [name of the program], effective today, 00/00/0000. I am truly grateful for this opportunity to be part of such a prestigious organization and am excited about the potential for a rewarding career with [name of organization]. I look forward to your support and guidance as I navigate the onboarding process and induction. Kindly acknowledge the receipt of this joining letter at your earliest convenience.   Yours sincerely, [Your Name] View Synonyms and Definitions

Chat GPT: Opportunities for Income Generation in Bangladesh

Bangladesh is a country with a large population and a growing economy. With the advent of AI technology like Chat GPT, there are now more opportunities than ever for Bangladeshi to generate income online. In this blog post, we'll explore some of how Chat GPT can be used to create income-generating opportunities for people in Bangladesh. Part 1: Content Creation Content creation is one of the most accessible and popular ways to generate income online. With Chat GPT, anyone can create high-quality content on any topic, from blog posts to social media updates to product descriptions. For Bangladeshis who are proficient in English, Chat GPT can be a powerful tool to create content for international audiences. For example, a Bangladeshi freelance writer or content creator could use Chat GPT to generate topic ideas and even draft entire posts for clients around the world. They could also use Chat GPT to improve their content creation process, allowing them to take on more proje...